عدد المشاهدات 5,386
সিনেমা না থাকায় লোকসানের শঙ্কা দেখিয়ে ভারতীয় সিনেমা আমদানির দাবি তুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। আর, এ সংকট নিরসনের জন্য তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্য ও প্রকাশনা অধিদপ্তরে তথ্যমন্ত্রীর সঙ্গে সারা দেশের শতাধিক সিনেমা হল মালিকদের মতবিনিময় সভায় এ দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। এমন দাবির পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানন, ‘সরকারি অনুদানে দেশে বাণিজ্যিক সিনেমার সংখ্যা বাড়ানো হয়েছে; পাশাপাশি সীমিত সময়ের জন্য ভারতীয় সিনেমাও আমদানি করা যেতে পারে।’ জানা গেছে, উপমহাদেশের সিনেমা আমদানি নিয়ে প্রদর্শক ও পরিচালকেরা একমত হয়েছে তবে শিল্পী সমিতি এখনও একমত নয়।
Enjoy and stay connected with us:
Subscribe to Jamuna Television on
ARface ARface.com/jamunatvbd
Like Jamuna Television on
Facebook JamunaTelevision
Follow Jamuna Television on
Twitter JamunaTV
For More update visit www.jamuna.tv